পশ্চিমবঙ্গ পুলিশ জোরপূর্বক আটক করে এবং গ্রেপ্তার করে রিপাবলিক টিভির এক সাংবাদিককে যিনি সক্রিয়ভাবে সন্দেশখালির ঘটনা নিয়ে প্রতিবেদন করছিলেন। “আমাকে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে। সন্দেশখালীর মায়েদের সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আমাকে গ্রেপ্তার করছে,” রিপাবলিক বাংলার প্রতিবেদক সন্তু পান প্রকাশ করেছেন, কারণ সন্দেশখালী ফেরি টার্মিনালে পুলিশ তাকে জোর করে নিয়ে গিয়েছিল।
মনে পরে যখন এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কে গ্রেপ্তার করা হয়ছিল ওনার বাড়ি থেকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়ছিল মনে পরে সেই দিন গুলো ? এমন কি তাঁকে জোর করে মুম্বাই পুলিশের গাড়ী তে তোলা হয় তাঁকে হেনস্তার স্বীকার হতে হয় । আমরা তা ভুলিনি তাকে গ্রেপ্তার করার কারণ ছিল যে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর রহস্য ফাঁস করেছিলেন আর তাঁকে সেই জন্য গ্রেপ্তার করা হয়ছিল তার সাথে আরো সাংবাদিক যেমন প্রদীপ ভান্ডারী আরো অনেক জন কে গ্রেপ্তার করা হয়ছে । তার সাথে ওদের বিরুদ্ধে নকল কেস করা
হয়ছিল ।
ঠিক তেমনি সাংবাদিক সন্ত পান কে গ্রেপ্তার করা হয়ছে সান্দেশখালিতে তার কাজের জন্য তিনি মহিলাদের ওপর অত্যাচার হেনস্থা , ধর্ষণ তুলে ধরেছিল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ।
ফুটেজে, সাংবাদিককে জোরপূর্বক সরিয়ে দেওয়ার আগে অসংখ্য ভারী অস্ত্রধারী পুলিশ কর্মকর্তাকে ধাক্কাধাক্কি ও রুক্ষ আচরণ করতে দেখা গেছে। এর আগে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী প্রজাতন্ত্রকে জানিয়েছিলেন, “সন্দেশখালীতে চরম বিশৃঙ্খলা চলছে। নারীদের নিজেদের মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।”
সন্দেশখালিতে তার নিরলস কভারেজ ছাড়াও, টিএমসি শক্তিশালী অভিষেক ব্যানার্জীকে কঠিন হিট প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য পরিচিত।দেখুন কি ভাবে রিপাবলিক বাংলার সাংবাদিক @Santu_republic কে পুলিশ এভাবেই তুলে নিয়েছিল, যখন সে এয়ারে ছিল এবং তার শো অ্যাঙ্কর করছিল। #MamataArrestsMedia | #SandeshkhaliHorror | #SandeshkhaliViolence pic.twitter.com/Qaw8DXZRau
— NewsTapবাংলা (@NewsTapBangla) February 20, 2024
আমরা NewsTapবাংলা টিম এই গ্রপ্তারের বিরুদ্ধে কঠোর নিন্দা করছি ।
সাংবাদিক সন্ত পানের দোষ কি প্রশ্ন আর সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার আর ধর্ষণ টা তুলে ধরা ? ধিক্কার জানাই আমরা গোটা টিম এই সরকার আর পশ্চিমবঙ্গ পুলিশ এর বিরুদ্ধে আর আমরা দাবি জানাচ্ছি যাতে তারা তারি ছাড়া পায়ে রিপাবলিক বাংলার সন্তু পান । সন্ত পান কে গ্রেপ্তার করা মানে পুরো সাংবাদিকতার বিরুদ্ধে যাওয়া ।
সন্ত পান যিনি গরু পাচার , কয়লা পাচার , নিয়োগ দুর্নীতির সব কিছু দেখিয়েছেন আর চোখে চোখ রেখে কথা বলেন । রিপোর্টিং করা সানবাদিকের কাজ আর আমরা সাধারণ মানুষের ক্থা তুলে ধরি ।
আর আমরা সন্ত পানের পাশে অছি ।
আমাদের কোন সরকার বা কোন পুলিশ আটকাতে পারবেনা । আমরা এর শেষ দেখে ছাড়বো ।
ইতি
NewsTapবাংলা টিম
একটি মন্তব্য পোস্ট করুন