Top News

দাদার যৌন লালসার শিকার নাবালিকা! ন্যক্কারজনক ঘটনার সাক্ষী সরশুনা



খাস কলকাতায় দাদা ও বন্ধুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নাবালিকার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। আটক ১। ঘটনাস্থল বেহালার সরশুনা।

জানা গিয়েছে, বেহালার সরশুনার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। সম্প্রতি বিস্ফোরক অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয় সে।

অভিযোগ, বাড়িতে দাদার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিল সে। এখানেই শেষ নয়। পরবর্তীতে এক বন্ধুও তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পকসো ধারায় মামলা দায়ের করে পুলিশ। শুরু হয় তদন্ত।


এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের নাম জিত্‍ কুণ্ডু। তার বয়স ১৯ বছর। সরশুনা থানা এলাকার জাভেদ ঘোষ রোডের বাসিন্দা সে। অপরজন অর্থাত্‍ নির্যাতিতার দাদার উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। বয়স ২৮ বছর। সেও সরশুনার বাসিন্দা। অভিযুক্তদের কঠোরশাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ও পরিজনরা। প্রসঙ্গত, কলকাতার বুকে এই ঘটনা প্রথম নয়। এর আগেও পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়েছে নাবালিকারা। অনেকক্ষেত্রেই আতঙ্কে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলার সাহস দেখাতে পারেনি।


Post a Comment

নবীনতর পূর্বতন