Top News

মা হতে চলেছেন অভিনেত্রী তৃণা সাহা!



তৃণা সাহা: টলিপাড়ায় জোর গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী তৃণা সাহা মা হতে চলেছেন। তিনি তিন বছর আগে বিয়ে করেছেন নীল ভট্টাচার্য্যকে। দুজনেই টলিউডে চুটিয়ে কাজ করছেন। তবে কী সত্যিই তিনি মা হতে চলেছেন নাকি সবই মিথ্যে?  


সত্যিই তিনি মা হচ্ছেন কিন্তু বড় পর্দায় বাস্তবে নয়। তাঁরা দুজনেই নানা ধারাবাহিকে অভিনয় করেছেন কিন্তু একসাথে কখনোই অভিনয় করেন নি। কিছুদিন আগেই তাদের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। এবার তাঁরা একসাথে প্রথমবারের মতো জুটি বাঁধছেন বড় পর্দায়। তাদেরকে তিলোত্তমা ছবিতে একসাথে দেখা মিলবে। কিছুদিন আগেই তাঁরা থাইল্যান্ডে ছবির  শ্যুটিং করে এসেছেন। ছবিতে তৃণা একজন সিঙ্গেল মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এই নিয়েই সৃষ্টি হয় বিভ্রান্তির।  


ছবিটির পরিচালক সৌম্যজিৎ আদক। মুখ্য ভূমিকায় থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহাকে। ছবির বিষয়ে পরিচালক জানিয়েছেন যে তিলোত্তমা মানে শুধু কলকাতাকে বোঝায় না যেকোনো সুন্দর জিনিস মানেই হল তিলোত্তমা। তাই ছবিটির নাম রাখা হয়েছে তিলোত্তমা।  

Post a Comment

নবীনতর পূর্বতন