বৃহস্পতিবার পেশ হচ্ছে রাজ্য বাজেট। পেশ করছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার নজর ছিল রাজ্যের বাজেটের দিকে। রাজ্য সঙ্গীত দিয়ে দুপুর ৩টার সময় বাজেট পেশ শুরু হয়-
.বাংলায় বেকারত্বের হার দেশের থেকে ৩ শতাংশ কম।
• দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে।
. লোকসভা ভোটের আগে বাড়ল লক্ষ্মীর ভান্ডারের ভাতা। ৫০০ থেকে ভাতা বেড়ে হল ১০০০।
. জনজাতি মহিলাদের জন্য ভাতা বেড়ে ১০০০ থেকে হল ১২০০।
. রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ।
.মে মাস থেকে কার্যকরী হবে নতুন মহার্ঘ ভাতা।
. ১০০ দিনের কাজে বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার।
সরকারের নতুন প্রকল্প "কর্মশ্রী", বছরে ৫০ দিনের কাজ। শুরু মে মাস থেকে
.ভাতা বাড়ল সিভিক, ভিলেজ, গ্রিণ পুলিশের
. মত্স্যজীবীদের জন্য "সমুদ্রসাথী" প্রকল্পের ঘোষণা। বরাদ্দ ২০০ কোটি। উপকৃত হবেন প্রায় ২ লক্ষ মত্স্যজীবীদের।
.অর্থ বরাদ্দ পথশ্রী প্রকল্পে।
.সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য রাজ্যের বরাদ্দ ৫.৫৩৯.৬৫ কোটি টাকা
.যুবক সম্প্রদায়ের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা।
.কারিগর, তাঁতিদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা। শিল্পীরা অনুদান পাবেন এককালীন ১৫ হাজার করে। আগামী ৪ বছরে এই প্রকল্পের আওতায় আসবেন ৮ লক্ষ শিল্পী।
. "তরুণের স্বপ্ন" প্রকল্প একাদশ শ্রেণি থেকে শুরু করার প্রস্তাব।
. কুক কাম হেল্পারদের ভাতা বাড়ল ৫০০ টাকা।
.মুসলিম-শিখ-জৈন-পারসি-খ্রিস্টানদের সংস্কৃতি কেন্দ্র তৈরিতে ২০ কোটি বরাদ্দের প্রস্তাব
. মুড়ি গঙ্গা থেকে কচুবেড়িয়া, তৈরি হবে গঙ্গাসাগর সেতু
.নিউটাউনে হবে চার লেনের ৭ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল, ইএমবাইপাস থেকে মহিষবাথান পর্যন্ত এই উড়ালপুলে বরাদ্দ ৭২৮ কোটি।
.মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা
.যুবক-যুবতীদের কর্মসংস্থানে উদ্যোগ। সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা গুলিতে শূন্য পদের পূরণ।
. রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ।
.বাড়ল গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক।
.রাজ্যে তৈরি হবে নতুন ৪টি তাপবিদ্যুত্ কেন্দ্র।
. পরিযায়ী শ্রমিকরা নিজের কর্মক্ষেত্রের নিকটবর্তী হাসপাতালে পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। উপকৃত হবেন ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক, বরাদ্দ ১৫০কোটি।
একটি মন্তব্য পোস্ট করুন