অঞ্জনা ভৌমিক: সবে মাত্রই নতুন বছর শুরু হয়েছে। আর এরমধ্যেই নানা দুঃখের খবর আসছে। প্রয়াত হলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন এবং কলকাতাই এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। আর সেখানেই গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মা হারিয়ে তাঁর মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্তা খুবই ভেঙে পড়েছেন।
তিনি ষাট থেকে আশির দশকের একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনয় এখনো মানুষের মনে গেঁথে রয়েছে। তিনি সবসময়ই ভালো কাজ করতে চাইতেন তাই বেশি ছবিতে অভিনয় করতেন না তিনি। তিনি উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সকলের সাথেই অভিনয় করেছেন।‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন