খাদান: বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের এই বছর ১৮ বছর হলো । বলতে গেলে টলিউডে হাতে গোনা কয়েকটি সুপারস্টার রয়েছে। এদের মধ্যে দেব অন্যতম। অগ্নিশপথ থেকে শুরু হয় তাঁর পথচলা। নিজের পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে টিকিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই তিনি টেক্কা ছবির অভিনয় সেরে ফেলেছেন। আর এই সরস্বতী পুজোয় তিনি শ্যুটিং শুরু করেছেন খাদান এর। প্রথমদিনই তিনি প্রকাশ করেছেন ছবিটির প্রথম লুক।
ছবির প্রথম লুকে দেব ছাড়াও দেখা গিয়েছে যীশু সেনগুপ্তকে। ছবিটির পোস্টার দেখেই বোঝা গিয়েছে ছবিটির প্রেক্ষাপট হল কয়লার খনি। গল্পটিতে দুই বন্ধু শ্যাম মাহাতো(দেব) ও মোহন দাস(যীশু)- এর।শ্যাম মাহাতো কয়লা খনির শ্রমিক যাকে দেখা গিয়েছে ক্ষিপ্র হাতে কুঠার নিয়ে দাঁড়িয়ে থাকতে। অন্যদিকে মোহন দাসকে এক কীর্তনিয়ার রূপে। তাঁর লুকেও রয়েছে রহস্য। ছবিটির শ্যুটিং শুরু হয়েছে কলকাতায়। মার্চে আসানসলের খনি অঞ্চলে শ্যুটিং করবে টিম। ছবিতে তাদের পাশাপাশি থাকছেন ইধিকা পাল, বরখা বিস্ত ও স্নেহা বসু। জানা গিয়েছে ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন