Top News

গালিব স্ট্রিটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন



 শ্যামপুকুর থানার অন্তর্গত গালিব স্ট্রিটের খালপাড়ের কাছে প্লাস্টিকের দোকানে আগুন। রাত ৯:৪৫ নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, খাল পাড়ে আবর্জনা জমেছিল এবং তারই সামনে ছিল প্লাস্টিকের এই দোকানটি। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় ঘন্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।সন্ধ্যেবেলায় হঠাত্‍ই দোকানে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। 

প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং পরে আরও ৩টি ইঞ্জিন আনা হয়। প্লাস্টিকের জিনিস থাকার ফলে আগুন ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট করে বলা যায়নি। হতাহতের কোন খবর নেই। ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, "ওই জায়গায় কেউ সিগারেট খেয়ে তার টুকরো ফেলে দিয়েছিল। সেখান থেকেই আগুন লাগে। আশেপাশে প্লাস্টিক জমে থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এলাকায় জনবসতি কম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।"

Post a Comment

নবীনতর পূর্বতন