Top News

'ডলারের পর টাকার সংকট'




 বাংলাদেশের চলমান আর্থিক সংকট নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, ‘ডলারের পর টাকার সংকট’। প্রতিবেদনে বলা হচ্ছে, ব্যয়ের তুলনায় আয় না বাড়ায় টাকার সংকটে পড়েছে সরকার।

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারের ব্যয় বাড়লেও এর বিপরীতে আয় বাড়েনি, বরং কমেছে।

করোনার সময় থেকে রাজস্ব আয় কম হওয়ায় সরকার টাকার সংকটে পড়েছিল। ওই সময়ে রাজস্ব ঘাটতির টাকা সরকার ব্যাংক থেকে ঋণ করে মিটিয়েছে।

এখন রাজস্ব আয় ঘাটতি মেটাতে ঋণ করার মতো যথেষ্ট টাকা ব্যাংকেও নেই। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার সংকট ও আমানত প্রবাহ কমায় তারল্য সংকট বেড়েছে।

এতে করে ব্যাংকগুলোর পক্ষে সরকারকে বড় অঙ্কের ঋণের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ সরকার ব্যাংক থেকে বেশি মাত্রায় ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ সংকট আরও বাড়বে। ফলে সরকারের টাকার সংকট বেড়েছে।

এতে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ভেঙে পড়তে পারে। এ কারণে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া কমিয়েছে।

আবার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নিলে মূল্যস্ফীতির হার বেড়ে যায়। এ হার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নেওয়া বন্ধ।


Post a Comment

নবীনতর পূর্বতন