পরীক্ষা চলাকালীন প্রশ্ন লিকের অভিযোগ এবার উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে কর্মাসের স্নাতক স্তরে পঞ্চম সেমেস্টারের ট্যাক্সেশন-টু পেপারের পরীক্ষা ছিল। অভিযোগ, উত্তর কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে পরীক্ষা দিতে আসা এক পড়ুয়া পরীক্ষা শুরু হওয়ার এক মিনিট আগে সেই প্রশ্নের ছবি তুলে হোয়াটসঅ্যাপে লিক করে |
প্রায় পৌনে তিন ঘণ্টা পরে ওই পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে জানা গিয়েছে, ওই পড়ুয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন লিক করেন। কর্তৃপক্ষের সন্দেহ, কেউ তাঁকে উত্তর লিখে পাঠিয়ে দিচ্ছিল, যা দেখে দেখে তিনি পরীক্ষার খাতায় উত্তর লিখছিলেন। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে বিশ্ববিদ্যালয়। ওই অভিযুক্ত ছাত্রের ভূমিকা খতিয়ে দেখে তাঁকে আরএ (রিপোর্টেড এগেনস্ট) করার সুপারিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
মণীন্দ্রচন্দ্র কলেজে এ দিন সিট পড়েছিল ঊমেশচন্দ্র কলেজের পড়ুয়াদের। কলেজ সূত্রে খবর, পরীক্ষা শেষের ঠিক মিনিট ১৫ আগে এক ইনভিজিলেটর ওই অভিযুক্ত পড়ুয়াকে ফোন দেখে উত্তর লেখার সময়ে ধরে ফেলেন। সেই সময়ে বাকি শিক্ষকরাও সেখানে উপস্থিত হন। ফোন চেক করে দেখা যায়, ৯টা ৫৯ মিনিটে ওই পড়ুয়া পরীক্ষা শুরু হওয়ার ঠিক এক মিনিট আগে প্রশ্ন লিক করে দিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন