১৫ বছর বয়সী ভাইঝিকে ধর্ষণ করল মামা। এই ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ে। ধর্ষণের অভিযোগের কারণে নবি মুম্বই টাউনশিপ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, নবি মুম্বইয়ের নেরুলের বাসিন্দা ৩৪ বছরের অভিযুক্ত ওই যুবক ধর্ষিতা কিশোরীর মামা।
নেরুল থানার এক আধিকারিক জানিয়েছেন, ২০২৩ সালের ৪ অক্টোবর নিজের বাড়িতেই মেয়েটিকে ধর্ষণ করেন তিনি।পরে মেয়েটির শারীরিক সমস্যা দেখা দিলে তাকে পার্শ্ববর্তী মুম্বাইয়ের গোবান্দি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ নেরুল পুলিশকে বিষয়টি জানায়। তারপরেই রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের আওতায় দায়ের হয়েছে মামলা। এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য মুম্বাইয়ে এই ধর্ষণের ঘটনা প্রথম নয়। এরআগেও এমন ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে নাবালিকা ভাগ্নীকে লাগাতার ধর্ষণ করে মামা এবং দুই মামাতো ভাই। অভিযুক্তদের মধ্যে একজন আবার নাবালক। এই ঘটনার পর নির্যাতিতা কিশোরী ও তার বাবা-মা স্থানীয় থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। আর এই ঘটনার পর ফের মুম্বাইয়ে ঘটল এমন ধর্ষণের ঘটনা।
একটি মন্তব্য পোস্ট করুন