বগলা মামা যুগ যুগ জিও: আগামী ৮ই মার্চ মুক্তি পেতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’। এখন বাংলায় বেশিরভাগ ভূত, গোয়েন্দা, থ্রিলারে বাংলা ছবি হচ্ছে। সেখানে ছবিটির কাহিনী একটু আলাদা। হাসির ও সাহিত্যের মেলবন্ধনে বানানো হয়েছে ছবিটি।
বগলা মামা সৃষ্টি করেছেন রাজকুমার মৈত্র। যেটি পাঠকের মন জয় করেছে অনেকদিন আগেই।সাহিত্যিক রাজকুমার মৈত্র সৃষ্ট বগলা মামা এক সময় পাঠকদের মন জয় করেছিল। গল্পের মূল চরিত্র বগলাচরণ একটি রসিক চরিত্র যিনি থিয়েটার নিয়েই থাকতে ভালোবাসেন। বগলার সাথী হিসেবে রয়েছেন কেবু ও তাঁর দলবল। মুখ্য ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়।এছাড়াও রয়েছে দতিপ্রিয়া রায়, কৌশিক সেন, রেশমি সেন, সুমিত সমাদ্দার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত এর মতো আরো অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন