বাঙালি তারকা অভিনেতা, প্রযোজক যীশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী। বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি, দক্ষিণ ভারতের একাধিক বড় বাজেটের ছবিতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন যীশু। এবার তাঁকে দেখা গেল বুর্জ খলিফায়। এবার বাঙালিদের তিনি আরও উচ্চতায় নিয়ে গেলেন। ঐতিহ্যবাহী স্থাপত্যের চূড়ায় দেখা গেল 'বেঙ্গল টাইগার্স' দলের অধিনায়ক যীশুর মুখ। তাঁর সঙ্গেই দেখা গেল সলমন খান, সোহেল খান, সোনু সুদ, কিচ্চা সুদীপের মতো তারকাদের ঝলকও। প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' । সেখানে বাংলা থেকে তৈরি হওয়া টিম 'বেঙ্গল টাইগার্স'-এর অধিনায়ক যীশু। গতকাল, ২ ফেব্রুয়ারি, বুর্জ খলিফায় সেই টুর্নামেন্টের 'কার্টেন রেইজার' ছিল।
বুর্জ খলিফায় প্রথম বাঙালি অভিনেতা হিসেবে যীশুর মুখ
NewsTapবাংলা desk
0
Tags
বিনোদন
একটি মন্তব্য পোস্ট করুন