Top News

বৃন্দাবনে জন্মদিন পালন করলেন সৌমিতৃষা

  


সৌমিতৃষা: বর্তমানে জন্মদিন মানেই হল কেক কেটে প্রিয়জনদের সাথে আনন্দ হইচই করা। কিন্তু আমাদের মিঠাইরাণী মানে সৌমিতৃষা আলাদা। মিঠাই চরিত্রের মতো তিনিও একজন কৃষ্ণভক্ত। তাই তিনি নিজের জন্মদিন পাড়ি দিয়েছেন বৃন্দাবনে ও প্রসাদ খেয়েই পালন করলেন জন্মদিন।

অভিনেত্রী ছোট পর্দা থেকে দারুন জনপ্রিয়তা অর্জন করেছেন এবং কাজ করেছেন বড়পর্দায়ও। আগামী দিনে তাঁর আরো বেশকয়েকটি ছবি আসতে চলেছে বলে জানা গিয়েছে। তিনি বৃন্দাবনেই গিয়েছেন বাবা মায়ের সাথে। তাঁর কাছে তাঁর বাবা মাই তাঁর বন্ধু ও সঙ্গী। তিনি অবসর সময় তাদের সাথেই কাটাতে ভালোবাসেন। তিনি বৃন্দাবনের ছবি পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে ও ক্যাপশানে লিখেছেন, 'জন্মদিনে মাঘীপূর্নিমায় ব্রজভূমিতে , বাঁকে বিহারীজীর কাছে, ইস্কন মন্দিরে ,বৃন্দাবনের প্রেম গলিতে।' তিনি কিছুদিন আগেই শ্যুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি।আর বেশকিছুদিন ধরেই বিশ্রাম নিচ্ছিলেন বাড়িতে। সুস্থ হতেই ছুটে যান বৃন্দাবন। 

Post a Comment

নবীনতর পূর্বতন