মীর আফসার আলি: আজ বাংলার জনপ্রিয় তারকা মীর আফসার আলি মানে মীরের জন্মদিন। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। তাঁর ক্যারিয়ারের শুরু রেডিও জকির মাধ্যমে। ধীরে ধীরে তাকে টেলিভিশনের পর্দায়ও দেখা যায়। যেমন তাঁর গলার স্বর তেমনি রয়েছে তাঁর সংবাদ পঠনের ক্ষমতা।
শুধু তাই নয় তাঁর সঞ্চালনা,অভিনয়, কমেডি ও গানের প্রতিভা রয়েছে। শুধু ছোট পর্দায় নয় বড় পর্দায়ও তিনি নিজের অভিনয়ের দর্শকের মন জয় করেছেন। এছাড়াও তিনি বহু ভাষার তারকাদের হয়ে কণ্ঠশিল্পীর কাজ করেছেন।মাধ্যমে আজ সামাজিক মাধ্যমে তাঁর ভক্ত থেকে শুরু করে নানা তারকারা ভরিয়ে দিয়েছে জন্মদিনের শুভেচ্ছায়। আজকের এই বিশেষ দিনে তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো আমাদের পক্ষ থেকে।
একটি মন্তব্য পোস্ট করুন