Top News

সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি, আজই শুনানি

 

বিজেপি বিধায়কদের সন্দেশখালিতে দেওয়া হয়নি। সেজন্য এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতৃত্ব। সন্দেশখালি যেতে চান শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। আদালত সেই অনুমতি দিক। সেই বিষয়েই দ্বারস্থ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল।

গতকাল সোমবার শহর কলকাতায় রীতিমতো রাজনৈতিক টানাপোড়েন ছিল।

সন্দেশখালি ইস্যুতে রাজ্য বিধানসভায় স্লোগান তুলেছিলেন বিধায়করা। শুভেন্দু অধিকারীদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে বিধানসভা থেকে। কাল বিধানসভা গেটের বাইরে থেকেই বাস ছাড়ে সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে।

বাসন্তী হাইওয়েতে ওঠার আগেই সায়েন্স সিটির কাছে শুভেন্দু অধিকারীদের আটকে দেওয়া হয়। তারপর চার ঘণ্টার বেশি সময় সেখানেই ছিলেন বিজেপি বিধায়করা। পুলিশ বিশাল বাহিনী নিয়ে রাস্তা আটকে রেখেছিল। বাসের চাকা সামনে গড়াতে দেয়নি। সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে কেন তাঁদের আটকে রাখা হল? সেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। কিন্তু কোনও উত্তর প্রশাসন দেয়নি।

শেষপর্যন্ত ফিরে যান বিজেপি বিধায়করা। তবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান, স্লোগান দেন বিজেপি বিধায়করা। আগামী ১৫ তারিখ তাঁরা ফের সন্দেশখালি যাবেন। বিধানসভা এলাকা থেকে বেলা ১২ টা নাগাদ বাস ছাড়বে। পুলিশের সামনে এই কথা জোর গলায় দাবি করেন শুভেন্দু অধিকারী।

তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতারা? শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে প্রায়শই প্রশাসনিক বাধা আসে। নেতাই থেকে শুরু করে একাধিক সভার অনুমতি অতীতে পাওয়া যায়নি। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে।আদালত অনুমতি দেয়। এবারও কি তাহলে আদালতেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী?

মঙ্গলবার সকালেই এই বিষয়ে আরও নিশ্চিত হওয়া গেল। কারণ, কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়েছে বিজেপি। ১৫ নয়, আগামী ১৬ তারিখ বিজেপি বিধায়করা সন্দেশখালি যেতে চান। তাঁদের অনুমতি দেওয়া হোক। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আজ দুটো নাগাদ এই আবেদনের উপরে শুনানি হতে পারে। এমন বার্তা পাওয়া গিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন