Top News

ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে আসছে আলাপ !

 


মিমি ও আবীর: গত বছরের পুজোতে দারুন অ্যাকশনের ছবিতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জীকে। তবে এবার অ্যাকশন নয় ভালোবাসার ছবি নিয়ে ফিরছেন তাঁরা। গতকালই সুরিন্দর ফিল্মস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের নতুন ছবি ‘আলাপ' আসতে চলেছে। 


ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছে প্রেমেন্দু বিকাশ চাকী।প্রযোজক সংস্থা জানিয়েছে ছবিটি একটি রোমান্টিক কমেডি ছবি হতে চলেছে। চিত্রনাট্যের দায়িত্বে পদ্মনাভ দাশগুপ্ত ও সঙ্গীতের দায়িত্বে থাকবেন অনুপম রায়। ছবিতে শুধু মিমি ও আবীরই থাকছেন স্বস্তিকা দত্ত, তন্নী লাহা রায় ও কিঙ্গল নন্দা। এই বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি।


Post a Comment

নবীনতর পূর্বতন