ঋতুপর্ণা সেনগুপ্ত: বিয়ের পর সকল মহিলাকেই বদলাতে হয় তার পদবী। কেউ নিজেদের ইচ্ছেতে বদলায় তো কেউ পরিবারের চাপে বদলাতে বাধ্য হয়। কিন্তু এখন যুগ পাল্টেছে বড় বড় অভিনেত্রী থেকে সাধারণ মানুষ অনেকেই তাদের আগের পদবীই ব্যবহার করেন। ঋতুপর্ণা সেনগুপ্তও এর অন্যথা করেন নি। তিনি নিজের মুখেই স্বীকার করেছেন যে কেন তিনি বদলান নি পদবী।
১৯৯৯ ঋতুপর্ণা তাঁর ছোটবেলার বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেছেন।টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর স্বামী সঞ্জয় এখন একজন সফল ব্যবসায়ী যিনি সিঙ্গাপুরে থাকেন। অন্যদিকে অভিনেত্রী কাজের জন্য এখানেই থাকেন। প্রায়ই তাদের যাতায়াত লেগেই থাকে। অভিনেত্রী সংসার ও কাজ দুটোই সমানভাবে সামলান। ঋতুপর্ণাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে তিনি সবসময় সেনগুপ্ত ছিলেন আর সেনগুপ্তই থাকবেন। এটা তাঁর জন্মগতভাবে পাওয়া পদবী আর এই পদবীর জন্যই তিনি এতো পরিচিত পেয়েছেন। তাই তিনি এই পদবীকে কোনোদিনই মুছতে চান না। তাই তাঁর এই সিদ্ধান্ত সেই সকল নারীদের অনুপ্রেরণা দেয় যারা নিজের বাবার পদবী রাখতে চায়।
একটি মন্তব্য পোস্ট করুন