Top News

প্রেম দিবসে দারুন চমক নিয়ে আসছেন সৃজিত মুখার্জী!

 



অতি উত্তম : ইতিমধ্যেই সৃজিত মুখার্জী তাঁর আসন্ন ছবি “অতি উত্তমে"র ঘোষণা করে দিয়েছন তাঁর সামাজিক মাধ্যমে। উত্তম কুমার বাঙালির হৃদয়ে বাস করেন। তাঁর অসময়ে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেনি।
সূত্রমতে জানা গিয়েছে ছবিতে উত্তম কুমারের চরিত্রে দেখা মিলবে স্বয়ং উত্তম কুমারকে। ছবির গল্প কৃষ্ণেন্দু ও সোহিনীকে নিয়ে। তাঁদের প্রেমের সাথেই যুক্ত রয়েছেন  উত্তম কুমার। কৃষ্ণেন্দু ও সোহিনীর ভূমিকায় অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি। ছবিতে  উত্তম কুমারের নাতির চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়।  ছবিতে লাবনী সরকার ও শুভাশিস মুখার্জীও রয়েছে বিশিষ্ট চরিত্রে।

ছবিটির ট্রেইলার অনেকদিন আগেই প্রকাশ পেয়ে গিয়েছিল। যেটির মুক্তির সাথে সাথেই সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে।ছবিতে কৃষ্ণেন্দু একজন গবেষক যার গবেষণার বিষয় হল উত্তম কুমার। কিন্তু তাঁর প্রেমের জটিলতার সমাধান করতে আর্বিভাব হন মহানায়ক। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেটি জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে ছবিটির মুক্তির জন্য। ছবিটির একটি প্রেমের গান আসন্ন ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পেতে চলেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন