Top News

সুরের জগতে আবারো নক্ষত্র পতন! প্রয়াত হলেন গায়ক পঙ্কজ উধাস

 



পঙ্কজ উধাস: প্রয়াত হলে বিখ্যাত গায়ক। গজল গানের জন্য বিখ্যাত ছিলেন তিনি। তাঁর গাওয়া অনেক গজল গান ব্যবহার করা হয়েছে বলিউডে। আজই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭২। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।


তাকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সেখানেই আজ সকাল ১১ টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ থেকে তাঁর পরিবারের সকলে। তাঁর গাওয়া গান আশির দশকে সকলের মুগ্ধ করে রেখেছেন। তাঁর গাওয়া ঘজলের মধ্যে রয়েছে ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনকাব’— যেগুলো এখনো শ্রোতাদের প্রিয়। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর।

Post a Comment

নবীনতর পূর্বতন