দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রশাসক মণ্ডলীর এক সদস্যকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। অভিযুক্ত কৃষ্ণ দামানির বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছিলেন।সেই অভিযোগের ভিত্তিতেই কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আরএন মুখার্জি রোডের অফিস থেকে কৃষ্ণ দামানিকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছিল, ওই স্কুলের আরএন মুখার্জি রোডের অফিস থেকেই দুর্নীতির বীজ ব্লুপ্রিন্ট করা হয়েছিল। গ্রেফতারির পর ধৃতকে নিয়ে তাঁর সংস্থায় চালানো হয় তল্লাশি। তাতেই একাধিক তথ্য আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। মুকুন্দপুরে সাউথ পয়েন্ট স্কুলের নির্মীয়মান দ্বিতীয় ক্যাম্পাস থেকেও প্রচুর টাকা নয়ছয় করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, নিজের নামে একটি কোম্পানি খুলেছিলেন কৃষ্ণা দামানি। সেই কোম্পানি মারফতই, স্কুলের যাবতীয় অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতেন তিনি। গত ৭ বছরে এই কোম্পানির আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। শুধুমাত্র ২০২০-২৩ এর মধ্যেই আয় হয়েছে ৯ কোটি ৩৩ লক্ষ টাকা। মনে করা হচ্ছে, শুধু কৃষ্ণা দামানিই নন, এর মধ্যে রয়েছেন স্কুলের প্রভাবশালীদের একাংশ।
এদিকে আগামী সপ্তাহে শুরু এবছরের সিবিএসই পরীক্ষা। সাউথ পয়েন্ট স্কুল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন দ্বারা স্বীকৃত। ফলে স্পষ্টতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা নিয়ে এমপি বিড়লা গ্রুপের তরফে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকরা যারা এর মধ্যে যুক্ত নন, তাঁদের স্বার্থে যাতে কোনও আঘাত না লাগে, তা নিশ্চিত করবে এমপি বিড়লা গ্রুপ।
একটি মন্তব্য পোস্ট করুন