Top News

দিদি নাম্বার ওয়ানের সেটে মমতা বন্দ্যোপাধ্যায়!

 


 মমতা বন্দ্যোপাধ্যায়: আজ সকাল থেকেই শুরু হয়েছিল কড়া নিরাপত্তা। এই নিরাপত্তার মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছেছেন ডুমুরজলার ইন্ডোর স্টেডিয়ামের দিদি নাম্বার ওয়ানের সেটে। সেখানে তিনি আড়াই ঘণ্টার মতো শ্যুটিং করলেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম কোনো রিয়ালিটি শোতে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকাল থেকেই সেটে ছিল দারুন উদ্দীপনা। নিরাপত্তার পাশাপাশি স্বাগত জানানোর প্রস্তুতিতেও কোনো খামতি ছিলনা। জানা গিয়েছে এই পর্বতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা যাবে ডোনা গাঙ্গুলি ও সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোম চৌধুরীকে। মুখ্যমন্ত্রীর সাথে শুটিং করতে পেরে খুব খুশী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। শোয়ের উপস্থাপিকা জানিয়েছেন এতদিনে শোটি সার্থক হয়েছে।


Post a Comment

নবীনতর পূর্বতন