দেব রুক্মিণী: দেবের ছবি বাঘাযতীন মুক্তি পেতে চলেছে হিন্দিতে। আর এরজন্যই রুক্মিণী তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে তিনি মনে করেন বাংলার মতো হিন্দি রিলিজও দারুন হবে। অভিনেত্রী আরো বলেছেন যে দেব যা করছেন বাংলা ছবির জন্য তা সত্যিই প্রশংসনীয়। তাঁর প্রশংসা পেয়ে তিনি বলেছেন রুক্মিণীই তার শক্তির স্তম্ভ।
কিন্তু হঠাৎই লেগে যায় তাদের মধ্যে ঝামেলা। রুক্মিণী বলেছেন তাকে শুটিং প্রায়ই বকা খেতে হয় দেবের কাছ থেকে। এছাড়া তিনি বলেছেন যে অনেকেই তো তাঁর সাথে অভিনয় করেছেন কিন্তু কাউকে তো বকা খেতে হয়নি তিনিই কেনো বকা খান তাঁর কাছে? দেব এর উত্তরে বলেছেন কয়লা তখনই হিরে হয়ে ওঠে যখন তাকে সঠিক তাপমাত্রায় রাখা হয়। অতএব রুক্মিণীর মধ্যে হিরে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাকে বকা খেতে হয়। দেবের এই কথা শুনেই বোঝা যায় যে তিনি তাঁর প্রেমিকাকে কতটা ভালোবাসেন ও তাঁর অভিনয়ের প্রতি কতটা যত্নবান।
একটি মন্তব্য পোস্ট করুন