সন্দেশখালি মামলায় এবার যুক্ত করা হল ইডি, সিবিআইকে। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার ও আদিবাসীদের জমি দখল করে নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার শুনানি হবে।
সেই শুনানিতে ইডি ও সিবিআইকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব রাখা হল। সোমবার সবপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী নির্দেশ দেবে আদালত।এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সন্দেশখালি সংক্রান্ত মামলা শুনছিলেন। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার পর পরই নির্দেশ দেন, এবার এই মামলায় যুক্ত থাকবে ইডি, সিবিআই। যেদিন পরবর্তী শুনানি হবে, সেদিন সবপক্ষ উপস্থিত থাকবে।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ সন্দেশখালিতে ১৪৪ ধারার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই নির্দেশের স্থগিতাদেশ চেয়ে রাজ্য এদিন প্রধান বিচারপতির ঘরে আর্জি জানায়। সেই মামলার শুনানিপর্বে উঠে আসে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার আবেদন প্রসঙ্গ। আগেই আদালত তা গ্রহণ করেছিল।এবার তা শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
একটি মন্তব্য পোস্ট করুন