মিঠুন চক্রবর্তী: গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। তাকে তৎক্ষণাৎ ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। তাদের মধ্যে রয়েছেন সোহম চক্রবর্তী, দেব, রাজ চক্রবর্তীদের মতো সংসদ ও বিধায়করা তাকে দেখার জন্য গিয়েছিল হাসপাতালে।এখন তিনি কিছুটা সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছেন অভিনেতাকে ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও একাধিক বিজেপি নেতা। সুকান্ত জানিয়েছেন যে এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন মিঠুন চক্রবর্তী। গতকালই তাকে ছেড়ে দেয়া হবে হাসপাতাল থেকে। মাথায় কোনো ক্লট পাওয়া না গেলেও শরীরের ডান দিকটা দূর্বল রয়েছে তাঁর। ডাক্তার তাকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানা গিয়েছে। বাড়িতেই তাঁর বাকি চিকিৎসা চলবে।
একটি মন্তব্য পোস্ট করুন