Top News

জেলেই অন্তঃসত্ত্বা মহিলা বন্দিরা, এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

 


জেলে মহিলা কারাবন্দিদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি এহসানুদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই বিষয়টিতে শুক্রবার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে। সারাদেশে জেলে মহিলা কারাবন্দিদের অন্তঃসত্ত্বা থেকে মা হয়ে ওঠার পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। 

সারা দেশের সংশোধনাগার গুলিতে গাদাগাদি ভিড় সামলাতে মামলা চলছে বিচারপতি আমানুল্লাহর বেঞ্চে। সেই বেঞ্চ থেকে বিষয়টি শুক্রবার সামনে আসে। সুপ্রিম কোর্টের আইনজীবী গৌরব আগরওয়ালকে সাহায্য করতে বলা হয়েছে আদালতের কাজে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের সংশোধনাগারগুলিতে মহিলা কারাবন্দিদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নজরে আনেন আইনজীবী তাপস ভঞ্জ ও আইনজীবী কল্লোল গুহঠাকুরতা। এই বিষয় নিয়ে শোরগোল পড়ে যায় চারিদিকে। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে বার্তাও দেন। এর ঠিক পরের দিন শীর্ষ আদালতের হস্তক্ষেপ করল দেশের মহিলা কারাবন্দিদের অবস্থান জানতে চেয়ে।

জেলেই কারাবন্দি অবস্থায় অন্তঃসত্ত্বা আর জেলে থেকেই মা হয়ে ওঠা। রাজ্যের রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ১৯৬ মহিলা বন্দির অন্তঃসত্তা হওয়া থেকে মা হয়ে ওঠার বিষয়টি বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে উঠে আসে। এই ১৯৬ জন শিশুর অনেকে স্কুলেও যাচ্ছেন বর্তমানে।

রাজ্যের মহিলা সংশোধনাগারের এমন খবরে শোরগোল পড়ে যায় সর্বত্র। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম ডিভিশন বেঞ্চে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন রাখেন আদালত বান্ধব আইনজীবী তাপস কুমার ভঞ্জ এবং আইনজীবী কল্লোল গুহ ঠাকুরতা। রাজ্যের জেলগুলিতে অমানবিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আইনজীবী ভঞ্জ জানান, মহিলা বন্দিরা জেলের ভিতরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। কোনও পুরুষ জেলে প্রবেশ করতে যেন না পারেন। সেই বিষয়টি খতিয়ে দেখুক আদালত।

'বিষয়টি খুবই গুরুতর।' বৃহস্পতিবার মন্তব্য করেন প্রধান বিচারপতি। জেলে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বহু মহিলা বন্দি। এর জেরে ১৯৬ জন শিশুর জন্ম হয়। রাজ্যের বিভিন্ন জেলে ১৯৬ জন এমন শিশু আছে বলে অভিযোগ আইনজীবীর। এই পরিসংখ্যান ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্তবলে জানান আইনজীবী তাপস ভঞ্জ। বর্তমানে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান আইনজীবী কল্লোল গুহ ঠাকুরতা।

প্রধান বিচারপতি এই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। আইনজীবী কল্রোল গুহঠাকুরতা জানান, ধৃতি চন্দ্র জানান, 'কিছুদিন আগে আলিপুর মহিলা সংশোধনাগারে ভিজিটে গিয়ে অন্তঃসত্ত্বা বন্দির খোঁজ পাওয়া যায়। কলকাতার মতো জায়গায় মহিলা বন্দিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়া জেলের নিরাপত্তার দিকটি নিয়েই প্রশ্ন তুলে দেয়।'

Post a Comment

নবীনতর পূর্বতন