ভিডিয়োতে কালো জ্যাকেট পরে অনুষ্ঠান শেষে ফিরছেন রূপম। চোখেমুখে ক্লান্তি। গায়কের সঙ্গে রয়েছে তাঁর টিমও। হঠাৎ দেখা গেল, পিছন থেকে রূপমকে ডাকতে শুরু করলেন কিছু অনুরাগী। করতে থাকলেন ফোটো আর সেলফি তোলার আবদার। এমনকী আবাসনে ঢোকার পরেও পিছু ছাড়ে না তাঁরা।
এরপর দেখা যায় পিছন ফিরে চিৎকার করে ওঠেন রূপম। শুধু তাই নয় এমন কিছু কথাও বলেন উপস্থিত ভক্তদের উদ্দেশে যা লেখার যোগ্য নয়। দেখুন সেই ভিডিয়ো-
পরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে ফসিলস-প্রেমীদের উৎসাহ বেশ সমস্যায় ফেলেছে উদ্য়োক্তাদের। দমদম, মধ্যমগ্রাম, কালনা-র মতো জায়গায় অনুষ্ঠান যেখানে হচ্ছিল সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন মানুষ। এমনকী জনঅরণ্যের কারণে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। লেগে গিয়েছিল জ্যাম। পুলিশের পক্ষ থেকেও দমদম ও কালনায় লাঠি চালানো হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত সকলে।
একটি মন্তব্য পোস্ট করুন