জাপানের ইশিকাওয়াতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬। সোমবারের ঘটনার পর সদ্য জাপান তুলে নিয়েছে সেদেশের সুনামির সতর্কতা।



1/4বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। ১ জানুয়ারি ২০২৪ এ জাপানে পর পর ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছিল। সেখানে অন্ততপক্ষে ১৫৫ টি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকালে জাপানে পর পর ভূমিকম্পে ইশিকাওয়া সহ একাধিক জায়গা কেঁপে ওঠে।
2/4জাপানের ইশিকাওয়াতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬। তবে জাপানের একাধিক জায়গায় কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩ এর বেশি। বলা হচ্ছে, কম্পনের শক্তি ধীরে ধীরে কমতে থাকে। তবে মঙ্গলবার সকালেও এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, জাপানে এই ভূমিকম্প বছরের প্রথম দিনে আছড়ে পড়েছে মধ্য জাপানে।
3/4এর আগে, সোমবার নববর্ষের দিনে ভয়াবহ এই কম্পনের জেরে ৬ জনের মৃত্যু হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময়ের চেয়ে এগিয়ে চেষ্টা করছে প্রশাসন। এদিকে, জাপানে একাধিক দানবীয় ঢেউ গতকালই সেদেশের উপকূলে আছড়ে পড়েছে। তার জেরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
4/4জাপানের মূল ভূখণ্ড হনসুতেও একাধিক বাড়ি ভেঙে পড়ে ভূমিকম্পের জেরে। আপাতত প্রশাসন বোঝার চেষ্টা করছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনায়। বেশ কিছু বাড়ি ভেঙে পড়ায় জাপানে বহু মানুষ গৃহহীন। তাঁরা ঠান্ডার মধ্যে বিপাকে পড়ে গিয়েছেন। জাপানের ওয়াজিমা বন্দরে ৪ ফুট উঁচু ঢেউ সোমবার দেখা যায়। আতঙ্ক জাগে সুনামির আশঙ্কা ঘিরে। তবে মঙ্গলবার সুনামির যাবতীয় সতর্কতা তুলে নিয়েছে জাপান।
একটি মন্তব্য পোস্ট করুন