আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার পরই ভারতের এই এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট রওনা হয়েছে মহাকাশের পথে।


1/4সাফল্য দিয়ে বছর শুরু করল ইসরো। চন্দ্রযান ৩ এর পর রয়েছে আদিত্য এল১ নিয়ে ইসরোর অপেক্ষা। এদিকে তারই মধ্যে ইসরো বছরের প্রথম দিনেই সাফল্যের সঙ্গে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করল এক্সপোস্যাট। এই নয়া স্যাটেলাইটের মাধ্যমে ইসরো এবার ব্ল্যাক হোল গবেষণা সহ মহাকাশের নানান ঘটনা ঘিরে গবেষণায় আরও তথ্য জোগাড় করতে পারবে বলে খবর। এই সাফল্যের পর ইসরোর প্রধান সোমনাথ বলেন, ‘নতুন বছর শুরু হল’।
2/4এই এক্সপোস্যাট ভারতের প্রথম এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট। যা বিশ্বে দ্বিতীয়। এর আগে এমন ধরনের স্যাটেলাইট কেবল মহাকাশে পাঠিয়েছে নাসা। আমেরিকার মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসার পর ভারতের মহাকাশ বিজ্ঞান কেন্দ্র ইসরো এই প্রথম এমন স্যাটেলাইট পাঠাল। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর ছাড়াও এই স্যাটেলাইট আরও ৫০ টি শক্তির উৎস পর্যবেক্ষণ করতে চলেছে।
3/4১ জানুয়ারি ২০২৪ সালের সোমবার টিক সতাল ৯.১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হয় ইসরোর এই স্যাটেলাইটের। সাফল্যের সঙ্গে তা পিএসএলভি চড়ে যাত্রা করে। এদিকে, পিএসএলভির এটি ষাটতম মহাকাশ যাত্রা। জানা যাচ্ছে, পৃথিবীর লোয়ার অরবিট বা নিচু কক্ষপথ প্রদক্ষিণ করবে এই স্যাটেলাইট। রমন রিসার্চ ইনস্টিটিউট ও ইউআর রাও সেন্টারের যৌথ উদ্যোগে এর পে লোড তৈরি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন