Top News

অর্মত্য সেনের পক্ষেই রায় গেল, বিশ্বভারতীর বিতর্কিত নোটিস খারিজ

বিশ্বভারতীর সঙ্গে নোবেলজয়ী অর্মত্য সেনের জমি মামলায় রায় অর্মত্য সেনের পক্ষেই গেল। সিউড়ির জেলা আদালত এই রায় দিয়েছে। বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা অর্মত্য সেন দখল করে আছে, এমনই অভিযোগ তুলে উচ্ছেদের নোটিস জারি করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।মামলা গড়ায় আদালত পর্যন্ত।

আজ সিউড়িতে জেলা আদালত বিশ্বভারতীর নোটিস খারিজ করে দেয়। ফলে কার্যত জয়ী হল অর্মত্য সেন। 


Post a Comment

নবীনতর পূর্বতন