Top News

আরও এক দফায় ডিএ বাড়ল বাংলায়, এবার বাংলার সরকারি কর্মীদের পকেটে আসবে কত?

কয়েকদিন আগে বড়দিনের আবহে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, ১ জানুয়ারি থেকে কার্যকর হল এই বর্ধিত ডিএ। কেন্দ্রীয় হারে না হলেও ডিএ বৃদ্ধির ফলে কিছুটা স্বস্তি পাবেন সরকারি কর্মীরা। এই ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের পকেটে আসবে বাড়তি কত টাকা?
1/6এদিকে গত অক্টোবরে, দুর্গাপুজোর সময়, কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল ৪ শতাংশ। এই ঘোষণার পর কর্মচারীদের ভাতা এখন ৪২% থেকে বেড়ে ৪৬% হয়েছে। আর এবছর কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে ৫০ শতাংশ ছুঁলেই বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতাও। এদিকে এই বর্ধিত ডিএ যোগ হতে পারে সরকারি কর্মীদের বেতনের সঙ্গেও। কেন্দ্রীয় কর্মীদের থেকে অবশ্য অনেক পিছিয়ে বাংলা।
2/6বাংলার মুখ্যমন্ত্রী বড়দিনের আবহে রাজ্য সরাকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিলে ৪ শতাংশ। যার জেরে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১০ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা সরকারি কর্মীদের। এদিকে ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতা বলেছিলেন, 'আমরা ইতিমধ্যেই ১২৫ শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম। ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৬৬৫ টাকা দেওয়া হয়েছে। চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি। নয়া পে স্কেলের আওতায় ২০১৯ সাল থেকে রাজ্য সরকার ছয় শতাংশ ডিএ দিয়েছে। সেজন্য চার বছরে ৪১৪৪ কোটি টাকা খরচ হয়েছে।'
3/6সরকারি কর্মচারীর বেসিক পে-এর ওপরই নির্ভর করে যে ডিএ বাবদ কত টাকা ঢুকবে তাঁর অ্যাকাউন্টে। বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম ১৭ হাজার টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এই আবহে ১০ শতাংশ ডিএ সেই বেসিক পে-এর ওপর ধার্য করা হবে। এদিকে চাকরি জীবনের বয়সের হিসেবে অনেক গ্রুপ ডি কর্মীর বেতন ৩০ হাজার টাকাও হতে পারে। এই আবহে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত।
4/6এদিকে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে ২৩ হাজার টাকার কাছাকাছি। এই আবহে তাঁদের ক্ষেত্রে মাস গেলে ৯২০ টাকা বাড়তি আসতে চলেছে নতুন বছরে। এছাড়া ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেসিক পে ২৯ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। সেক্ষেত্রে তাঁদের ঘরে বাড়তি প্রায় ১২৮০ টাকা করে ঢুকতে পারে।
5/6এদিকে বিডিও-দের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় ৫৬ হাজার টাকা থেকে। সেই ক্ষেত্রে তাঁদের ঘরে মাস গেলে ন্যূনতম ২২৪৪ টাকা মতো অতিরিক্ত ঢুকবে। আবার যাঁরা রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী, তাঁদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেসিক পে প্রায় ২ লাখ টাকা। হিসেব কষলে দেখা যাচ্ছে, তাঁদের ঘরে মাস গেলে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত ঢুকবে।
6/6এর আগে মহার্ঘ ভাতা প্রসঙ্গে মমতা দাবি করেছিলেন, 'বাংলায় পে কমিশন আছে। তাই এই ডিএ অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য। কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা। রাজ্যের সার্ভিস রুল আলাদা। রাজ্যে ডিএ বাধ্যতামূলক না। এটা ঐচ্ছিক। তা সত্ত্বেও ২০১৯ সালের পরে ১০ শতাংশ ডিএ হয়ে গেল। ফলে আগে যেটা ছিল ১২৫ শতাংশ। এখন সেটা হল ১৩৫ শতাংশ।'

Post a Comment

নবীনতর পূর্বতন