Top News

জমিদারি নাকি? রাজ্য মাদ্রাসা বোর্ডে নির্বাচন না হওয়া নিয়ে প্রশ্ন হাইকোর্টের

‘এটা কি জমিদারি? নাকি উত্তরাধিকার সূত্রে একাজ!’ ঠিক এইভাবেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লো রাজ্য মাদ্রাসা বোর্ড। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছিল রাজ্য মাদ্রাসা বোর্ডের নির্বাচন সংক্রান্ত মামলা। দীর্ঘ ২৯ বছর ধরে রাজ্য মাদ্রাসা বোর্ডে কোনও নির্বাচন হয়নি। বছরের পর বছর ধরে মনোনীত সদস্য দিয়েই গঠিত হয়ে চলেছে মাদ্রাসা বোর্ড। অভিযোগ, যার কারণে থমকে রয়েছে উন্নয়নমূলক কাজ। এই নিয়ে উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “এটা কি জমিদারি নাকি? না কি উত্তরাধিকার সূত্রে একাজ হয়ে চলেছে।” মাদ্রাসা বোর্ডের নির্বাচন নিয়ে আদালত কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে না? বোর্ডের সেক্রেটারি ও প্রেসিডেন্টের কাছে তার জবাব তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশ, ‘কেন নির্বাচন নিয়ে পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমান বোর্ডের সেক্রেটারি ও প্রেসিডেন্টকে হলফনামা দিয়ে জানাতে হবে’। নাহলে অবিলম্বে এনিয়ে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে আদালত। মামলাকারীর আইনজীবীর দাবি, ‘১৯৯৪ সালে মাদ্রাসা বোর্ড গঠিত হওয়ার পর এই সংক্রান্ত আইনে স্পষ্ট বলা রয়েছে, একটি নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক। কিন্তু ২৯ বছর কেটে গেলেও একবারও নির্বাচন হয়নি। মনোনীত সদস্যদের দিয়েই চলছে বোর্ড’।

গত মঙ্গলবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সৌমেন দত্ত সওয়ালে জানান, ‘১৯৯৪ সালে মাদ্রাসা বোর্ড গঠিত হওয়ার পর এই সংক্রান্ত আইনে স্পষ্ট বলা রয়েছে, একটি নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক। কিন্তু ২৯ বছরে একবারও নির্বাচন হয়নি, মনোনীত সদস্যদের দিয়েই চলছে বোর্ড’। বিষয়টি জানার পরই এজলাসে উপস্থিত রাজ্যের কৌঁসুলি টি এম সিদ্দিকির কাছে প্রধান বিচারপতি জানতে চান, ‘কেন নির্বাচন হচ্ছে না?’ যদিও এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি সিদ্দিকি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে জানায়, ‘আদালত কেন নির্বাচনের নির্দেশ দেবে না? তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে।’ এখন দেখার রাজ্য কি পদক্ষেপ গ্রহণ করে এই হলফনামা পেশে।

Post a Comment

নবীনতর পূর্বতন