Top News

রেশন মামলায় চার্জশিট দাখিল… ইডির দাবি, ‘১০০ কোটির বেশি দুর্নীতি হয়েছে

মঙ্গলবার কলকাতার সিটি সেশন কোর্টের ইডি এজলাসে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির ৪৬ দিনের মাথায় রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল ইডি । ১৬২ পাতার দাখিল চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ১০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান ।এই দুর্নীতির মাথায় রয়েছেন বাকিবুর রহমান । তারপরেই রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির ৪৬ দিনের মাথায় সিটি সেশন কোর্টে চার্জশিট পেশ করে এ কথাই জানিয়েছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি ।

জানা গিয়েছে, ১২টির মতো কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট চার্জশিটে । তার মধ্যে ৫টি কোম্পানি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্য ৫ টি কোম্পানি রয়েছে বাকিবুর রহমানের নামে । বাকি দুটি কোম্পানি পৃথক বলে জানা গিয়েছে । এই ঘটনায় মোট ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করেছে ইডি। রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে প্রথমে ব্যবসায়ী তথা তৃণমূল ঘনিষ্ঠ বাকিবুর রহমানের সন্ধান পায় ইডি ।

এরপরই বাকিবুরকে জেরা করে তদন্তকারীরা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই দুর্নীতির যোগসূত্র খুঁজে পান । তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর মন্ত্রীকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।এরপর থেকেই শারীরিক অসুস্থতাকে তুলে ধরে এসএসকেএম হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর গ্রেফতারির ৪৬ দিনের মাথায় চার্জশিট পেশ করল ইডি । তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শুধু রাজ্যের প্রভাবশালীরা রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এমনটা নয় । বরং এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের একাধিক রেশন ডিলার থেকে শুরু করে খাদ্য দফতরের একাধিক আধিকারিক ।

ইতিমধ্যেই ১০ থেকে ১২ জন আধিকারিকের নামের তালিকা তৈরি করেছেন ইডি । রেশন দুর্নীতি কাণ্ড তদন্ত নেমে এই সব আধিকারিকদের পৃথক পৃথক ভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান নথিভুক্ত করতে চায় ইডি। ইডির আধিকারিকরা জানতে পেরেছেন বাকিবুর রহমানের কাছ থেকে প্রায় ৯ কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন জ্যোতিপ্রিয়। জেরায় তিনি ঋণ নেওয়ার কথা স্বীকার করেছেন বলেও ইডি সূত্রে প্রকাশ ।

চার্জশিটে উল্লেখ রয়েছে, জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা দু’কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।বাকিবুরের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা গিয়েছে বালুর কাছে।চার্জশিটে এক আইএএস অফিসারের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। বালু খাদ্যমন্ত্রী থাকাকালীন ওই অফিসার খাদ্য দফতরে কর্মরত ছিলেন।

রেশনে ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। এখনও পর্যন্ত ৩১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।জ্যোতিপ্রিয়, বাকিবুর সহ ১২ জনের নাম রয়েছে চার্জশিটে।চার্জশিটে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্তও চলছিল রেশনের এই দুর্নীতি।শুধুমাত্র ধান কেনার ক্ষেত্রেই সরকারের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাত্‍ করা হয়েছে বলে অভিযোগ। বাকিবুরের দুটি সংস্থার মাধ্যমে এই টাকা আত্মসাত্‍ করা হয়েছে।এইবিধ নানান তথ্য রয়েছে দাখিল চার্জশিটে।

Post a Comment

নবীনতর পূর্বতন