লোকসভা ভোটের বাদ্যি এখনও বাজেনি। এরমধ্যেই চলতি মাসে দ্বিতীয়বার বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার আবার সঙ্গে এসেছেন বিজেপি সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা ওরফে জেপি নাড্ডাও। মঙ্গলবার শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
এরপরই আচমকা যেন বজ্রপাত! রীতিমতো বিবৃতি জারি করে প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে বিজেপির সম্পাদক পদ থেকে সরানো হল।
যদিও নাড্ডার এই সিদ্ধান্তের পর একটি প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনীতির অন্দরে। তা হল, অনুপমকে পদ থেকে সরানোর বিষয়টি কি আচমকাই নেওয়া হল আজকের বৈঠকের পর নাকি তা আগেই ঠিক করা হয়েছিল? এদিন শুধু সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। এমন ভাবনা কারও মাথায় আসা অমূলক নয়। কারণ, দলে থেকে দলের একাংশের বিরুদ্ধে অনুপমের বিদ্রোহ ঘোষণা তাঁকে চক্ষুশূল করে দিয়েছিল অনেক আগেই।
'চোরমুক্ত বিজেপি চাই' বলে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন চালাচ্ছেন অনুপম হাজরা। তার উপর দিন কয়েক আগে ব্রিগেডে আয়োজিত হওয়া 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' কর্মসূচি নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তিনি। বলেছিলেন, ওই অনুষ্ঠানের ভিআইপি পাস নাকি বিক্রি হয়েছে হাজার হাজার টাকায়। কর্মসূচিটির সঙ্গে প্রত্যক্ষ রাজনৈতিক যোগ না থাকলেও এর আয়োজনে যে রাজ্য বিজেপির নেতারা ছিলেন, তা সকলেরই জানা।
হতে পারে অনুপমের এমন পোস্ট একেবারেই ভাল চোখে দেখেননি পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। এমনিতেই বিপুল প্রচার চালিয়েও ব্রিগেডের এই অনুষ্ঠান কার্যত 'ফ্লপ'। যার জেরে মুখ পুড়েছে আয়োজকদের। তার উপর অনুপম হাজরার এমন দাবি ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। যদিও সেই কারণেই তাঁকে বিজেপির সম্পাদক পদ থেকে সরানো হয়েছে কিনা, তা অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু বিষয়টা হওয়াও অস্বাভাবিক নয়।
একটি মন্তব্য পোস্ট করুন