বড়দিনের মাঝরাতে শহরে এসেছেন অমিত শাহ (Amit Shah)। সঙ্গে এসেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও (JP Nadda)। আজ মঙ্গলবার সকাল থেকে কলকাতায় একের পর এক কর্মসূচি রয়েছে শাহ ও নাড্ডার। এদিন বীরবাল দিবস উপলক্ষে কলকাতার বড়বাজারের একটি গুরুদ্বারে প্রার্থনা করতে দেখা গিয়েছে বিজেপির শীর্ষ দুই নেতৃত্বকে। এরপর কালীঘাটের মন্দিরেও যাবেন তাঁরা। সেখান থেকে হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বিকালে ন্যাশানাল লাইব্রেরির একটি অনুষ্ঠানের পর দিল্লি ফিরে যাবেন দুজনেই।
শহরে শাহ-নাড্ডা, বীরবাল দিবস উপলক্ষে বড়বাজারের গুরুদ্বারে প্রার্থনা
Soumyajit
0
একটি মন্তব্য পোস্ট করুন