Top News

নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক: প্রতি সেমেস্টারে লিখিত পরীক্ষা হতে পারে ৩৫ নম্বরের

নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রতি সেমেস্টারে লিখিত পরীক্ষা হতে পারে ৩৫ নম্বরের। দু’টি সেমেস্টারের ৩৫ নম্বর করে যোগ করে তার মধ্যে প্রাপ্ত নম্বরের হিসেব হবে। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন। তবে, দ্বিতীয় বিকল্পও থাকছে। সেক্ষেত্রে প্রতি সেমেস্টারে ৭০ নম্বরেই হতে পারে থিওরি পেপারের পরীক্ষা। চূড়ান্ত ফল নির্ণয়ের ক্ষেত্রে দু’টি সেমেস্টারের গড় নম্বরের হিসেব হবে। বাকি ৩০ নম্বর বরাদ্দ থাকবে প্র্যাকটিক্যাল তথা প্রোজেক্টের জন্য। আগেই ঘোষণা করা হয়েছে, প্রথম সেমেস্টারের থিওরি পেপার হবে এমসিকিউ পদ্ধতিতে।
এদিন সিলেবাস পরিবর্তন নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন সংসদের সদস্যরা। সিলেবাসের ক্ষেত্রে তৈরি করা হয়েছে বিশেষ সাব-কমিটি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জীববাবু জানিয়েছেন, প্রথম সেমেস্টারে অকৃতকার্য হলেও পরবর্তী সেমেস্টারে বসা যাবে। না হলে নিরন্তর মূল্যায়ন পদ্ধতিটিই ধাক্কা খাবে। প্রথম সেমেস্টারের খারাপ ফল পরবর্তী সেমেস্টারে পুষিয়ে নেওয়া যাবে। আর নয়া সিলেবাস এবং সেমেস্টার পদ্ধতি চালু করা হবে একসঙ্গেই। সেটা আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করতে চাইছে সংসদ। এই ব্যবস্থা চালু করতে শিক্ষাদপ্তরের চূড়ান্ত অনুমোদন অবশ্য প্রয়োজন। নয়া সিলেবাস তৈরিতে এনসিইআরটি বা সিবিএসইকেই খানিকটা মডেল করতে চাইছে সংসদ। সে কারণে সাব-কমিটিগুলিতে রাজ্যের নামী সিবিএসই স্কুলের শিক্ষকদের বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছে। শেষ ১০ বছর আগে সিলেবাস পরিবর্তন হয়েছিল। সভাপতির কথায়, ছাত্রছাত্রীরা এখনও জিএসটি নিয়ে অবগত নয়। তারা এখনও পুরনো কর ব্যবস্থা পড়ছে। সেরকমই বিভিন্ন বিষয়ে এই সময়ের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। সেগুলিও পাঠ্যসূচিতে আসা প্রয়োজন।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে সিবিএসই সিলেবাসের ধাঁচে। এ রাজ্যের ছাত্রছাত্রীদের সর্বভারতীয় স্তরের জন্য তৈরি করতে সেই সিলেবাসকে অগ্রাহ্য করা যায় না। তবে, সিবিএসই সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রাখার কথা ভাবা হলেও হুবহু তা অনুসরণ করা হবে না বলেই জানাচ্ছেন সভাপতি। সিবিএসইতে দু’টি সেমেস্টারের মধ্যে বেশি নম্বর পাওয়া সেমেস্টারের নম্বরই গ্রাহ্য হয়। সভাপতি বলছেন, এক্ষেত্রে প্রথম সেমেস্টারে ভালো নম্বর হলে পরে অনেকের গা’ছাড়া মনোভাব আসে। তাই এ ব্যবস্থাটি গৃহীত হচ্ছে না।

Post a Comment

নবীনতর পূর্বতন