পৃথক সারনা ধর্মবিধি চালুর দাবিতে শনিবার সকাল থেকে পুরুলিয়ায় ট্রেন অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শনিবার সকালে পুরুলিয়ার কাঁটাদি স্টেশনে রেল অবরোধ শুরু করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। রেল অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া চান্দিল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রাঁচি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস পুরুলিয়া স্টেশনে আটকে আছে। পুলিশ মামলাটি সমাধানের চেষ্টা শুরু করেছে। সকালে অবরোধ শুরু হলেই পুলিশ উপজাতি সেঙ্গেল অভিযানের নেতাদের সঙ্গে কথা বলে। কিন্তু খবর লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। একই সঙ্গে সকাল সাতটা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এক বিক্ষোভকারী বলেছেন যে 12 ঘন্টার ভারত বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের রাজ্য নেতৃত্ব। আমাদের বন্ধ 12 ঘন্টার জন্য। আমরা অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টার বনধ পালন করতে চাই।
পশ্চিমবঙ্গ: পুরুলিয়ায় রেল অবরোধ, আটকে বহু ট্রেন
Soumyajit
0
একটি মন্তব্য পোস্ট করুন