সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নিরন্তর খেটে চলেন তাঁরা। স্বামী-সন্তান, শ্বশুরবাড়ির লোকজনের ব্রেকফাস্টের ব্যবস্থা করা থেকে শুরু করে ঘর পরিষ্কার, জামাকাপড় কাচা, 'চাকরি' না করলেও গৃহবধূদের কাজের কি শেষ আছে! কিন্তু তারপরও অনেক সময়েই কাছের মানুষের কাছ থেকে শুনতে হয়, 'তুমি তো বাড়িতেই থাকো... কী এমন কাজ করো!' তাই দিবারাত্র খেটেও সেই কাজের জন্য কোনও 'মূল্য'ই পান না গৃহবধূরা। কিন্তু আদালত মনে করে, ঘরের কাজের জন্য গৃহবধূদেরও পারিশ্রমিক রয়েছে। ঠিক কত টাকা বেতন পেতে পারেন একজন গৃহবধূ, তাও জানিয়ে দিল আদালত।
কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি অজয় গুপ্ত মন্তব্য করেন, গৃহবধূদের বেকার বলা যাবে না। তাঁদের দিনরাত কাজের জন্য পারিশ্রমিক দিতে হবে। এই বিষয়ে বলতে গিয়ে বিচারপতি সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ টেনে আনেন। দেশের সর্বোচ্চ আদালত বলেছিল, গৃহস্থালির কাজের জন্য গৃহবধূদের প্রত্যেকদিন ১০০ টাকা করে ধার্য করতে হবে।
কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি অজয় গুপ্ত মন্তব্য করেন, গৃহবধূদের বেকার বলা যাবে না। তাঁদের দিনরাত কাজের জন্য পারিশ্রমিক দিতে হবে। এই বিষয়ে বলতে গিয়ে বিচারপতি সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ টেনে আনেন। দেশের সর্বোচ্চ আদালত বলেছিল, গৃহস্থালির কাজের জন্য গৃহবধূদের প্রত্যেকদিন ১০০ টাকা করে ধার্য করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন