Top News

চার দিন পরে মুক্তি! ৩০৩ ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ফ্রান্সে আটকে পড়া বিমান


৩০৩ ভারতীয়কে নিয়ে অবশেষে দেশে ফিরল ফ্রান্সে আটকে পড়া যাত্রীবাহী বিমান। ফ্রান্সের মাটিতে তিন দিন আটকে থাকার পর মঙ্গলবার ভোরে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। নিকারাগুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি৷ কিন্তু, মানবপাচারের অভিযোগে ওই বিমানকে ফ্রান্সের একটি বিমানবন্দরে আটকে রেখেছিল ফরাসি প্রশাসন। ওই চার্টার্ড বিমানে থাকা ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ভারতীয়। রবিবার ফরাসি আদালতের নির্দেশে বিমানটিকে ছেড়ে দেওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর সোমবার দুপুরে ফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় বিমানটি। মঙ্গলবার ভোর ৪টের সময় মুম্বই বিমানবন্দরে অবতরণ করে৷ ফরাসি প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ভারতীয় দূতাবাস ধন্যবাদ জানিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন