আবারও প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন অনুপম রায়। তবে সেটা তাঁর কণ্ঠে। তিনি এবার নিয়ে এসেছেন তাঁর গান ‘বাউন্ডুলে ঘুড়ি’র কম্পোজার ভার্সান।
এ বছর ১৯ অক্টোবর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবির জন্য ‘বাউন্ডুলে ঘুড়ি’ গানটি তৈরি করেন অনুপম। সঙ্গীত পরিচালক অনুপমের কথায় ও সুরে গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল। এবছরের অন্যতম হিট সেই গান এখনও শ্রোতাদের মুখে মুখে ফিরছে। এবার সেই গানেরই কম্পোজার ভার্সান নিয়ে আসছেন সঙ্গীত পরিচালক অনুপম।
লিনক - youtu.be/1reZByeUhPY
একটি মন্তব্য পোস্ট করুন