Top News

পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে CBI হানা

শাহী সভার পরদিনই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিবিআই অভিযান। ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁর পাটুলির বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই হানা দেয় বলেই মনে করা হচ্ছে।

প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।

• কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিবিআই অভিযান।
• ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
• তাঁর পাটুলির বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Post a Comment

নবীনতর পূর্বতন