Top News

ফের র‍্যাগিংয়ের শিকার কলেজ পড়ুয়া, গ্রেফতার ৭

কোয়েম্বাটুরের পিএসজি কলেজ অফ টেকনোলজিতে সিনিয়রদের দ্বারা জুনিয়র ছাত্রকে র‌্যাগিংয়ের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ছাত্র প্রথম বর্ষের এবং অভিযুক্তরা দ্বিতীয় বর্ষের।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে ভুক্তভোগী ছাত্রকে সিনিয়ররা হেনস্থা ও হয়রানি করছিল।
গত সোমবার অভিযুক্তরা ভুক্তভোগীকে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে কয়েক ঘণ্টা ধরে তাকে লাঞ্ছনা করে।

পুলিশ জানায়, অভিযুক্তরা ভুক্তভোগীকে একটি বেল্ট দিয়ে মারধর করে। এতে তার শরীরের বেশ কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এরপর তারা ভুক্তভোগীর মাথা ন্যাড়া করে দেয়।

ঘটনা প্রকাশ্যে আসার পর কলেজ চত্ত্বরে শোরগোল পড়ে যায়। ভুক্তভোগী পুরো ঘটনাটি কলেজ কর্তৃপক্ষকে জানায়। সেই সঙ্গে স্থানীয় থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনায় নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষও। এক বিবৃতি জারি করে অভিযুক্তদের কলেজ থেকে বরখাস্তের কথা জানানো হয়। সেই সঙ্গে ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পুলিশকে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলেও দেওয়া হয়েছে আশ্বাস।

Post a Comment

নবীনতর পূর্বতন