বিশ্বকাপে ভারতের হারের পর সেলিব্রেশনে মেতে ছিলেন বাংলাদেশের অনেক নাগরিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবার বাংলাদেশি পর্যটকদের জন্য বন্ধ হল হোটেলের দরজা। দার্জিলিঙে ঘুরতে আসেন বহু বাংলাদেশি পর্যটক। সেই দার্জিলিঙে এক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না বলেই জানিয়ে দিয়েছে।
তাঁর মূল কারণ, বিশ্বকাপ ফাইনাল ভারতের হারের পর বাংলাদেশের উন্মাদনা। তবে ইতিমধ্যেই বাংলাদেশের বহু বিশিষ্ট ব্যক্তিদের তরফ থেকে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের তরফ থেকে বাংলাদেশের জনগণের দ্বারা ভারতের হারে যে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করা হয়েছে তাতে তারা নিজের দেশের জনগণকেই এইরকম একটি কাজ করার জন্য নিন্দা করেছে। বাংলাদেশের বহু বিশিষ্ট ব্যক্তি ইতি মধ্যে জানিয়েছে যে ভারত বিশ্বকাপ ফাইনালে হারার পর বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে তা সত্যই নিন্দনীয়। কারণ ভারত ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, আমরা দুই বন্ধু দেশ। কিন্তু অপর দেশের দুঃখের সময়ে নিজের দেশে আনন্দ উদযাপন দেখে সত্যিই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কারণ বহু বাংলাদেশী প্রতিদিন ভারতে যাচ্ছে বিভিন্ন রকম চিকিত্সার সুযোগ-সুবিধা নিতে ও ঘুরতে। এই ঘটনায় ভারতীয়দের মধ্যে বাংলাদেশীদের প্রতি এক আক্রোশ দেখা দেবে।
একটি মন্তব্য পোস্ট করুন