আজ (৫ নভেম্বর) কলকাতার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয় ভারতের। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হিটম্যান রোহিত।
প্রথম ইনিংসে ভারত ৩২৭ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু ২৭ অভারে দক্ষিণ আফ্রিকা কে অল আউট করে দেয় ভারত। অর্থাৎ ৮৩ রানে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। আজ ভারতীয় দের জন্য অন্যতম গর্বের দিন। এবার শুধু ফাইনালে উঠে ওয়ার্ল্ড কাপ জয়ের অপেক্ষা।
তাছাড়াও আজকে ভিরাট কোহলি তার ৩৫ তম জন্মদিনে ভারত বাসীকে উপহার দিলেন এক দুর্ধর্ষ সেঞ্চুরি, যার বিনিময় তিনি ছুঁয়ে ফেললেন সঞ্চিন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড কে। ধন্যবাদ সমস্ত ভারতীয় ক্রিকেটার কে আমাদের এত সুন্দর সব ম্যাচ উপহার দেওয়ার জন্যে।
এখন ৮ টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল এ ভারতের রেঙ্ক ১ একটিও ম্যাচ না হেরে।
নিউজট্যাপ বাংলার পক্ষ থেকে আমরা ভারতীয় ক্রিকেট টিম কে জানাই অভিনন্দন এবং ভালো থাকুন আপনারা আর আমাদের উপহার দিন এরকম সুন্দর সুন্দর আরো ম্যাচ।
একটি মন্তব্য পোস্ট করুন