Top News

একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা, অশান্তির জেরে গড়িয়ায় লিভ-ইন সঙ্গিনীকে কুপিয়ে খুন

আবারও সম্পর্কের জটিলতার জেরে খুনের খবর সামনে এলো। গড়িয়ায় লিভ-ইন সঙ্গিনীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। এমনকি ওই যুবতীর হাতের শিরাও কেটে দেওয়া হয়েছে। এই নির্মমভাবে হত্যার খবর সামনে আসতেই শিউরে উঠেছে গোটা শহর।

শুক্রবার রাতে শুরু হয় অশান্তির। তখন থেকেই ওই দুই সঙ্গীর মধ্যে বচসা চলছিল। প্রবল তর্কের সাথে প্রথম দিকে অশান্তি চললেও পরের দিকে একে অপরের গায়েও হাত তোলে। এরপর যুবক রেগে গিয়ে যুবতীকে কোপ মারে। রক্তাক্ত অবস্থাতেই যুবতী দরজা খুলে বেড়িয়ে এসে সাহায্য চাইতে যায় প্রতিবেশীর উদ্দেশ্যে।

যুবতীকে রক্তাক্ত অবস্থাতে দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেয় প্রতিবেশী। পুলিশ এসে ওই যুবতীকে উদ্ধার করেন। এবং তাকে হাসপাতালে ভর্তি করেন। সোনারপুর গ্রামীণ হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। কিন্তু পরে তার অবস্থার অবনতি হলে তাকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা, সামনে এলো আরও এক নির্মম ঘটনা

পুলিশ তদন্ত মারফত আত্মীয় প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পেরেছে, ওই যুবক এবং যুবতী লিভ-ইন সম্পর্কের কথা কাউকে জানায়নি। তারা স্বামী স্ত্রী হিসেবেই থাকতেন। এবং যুবতীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে এই সন্দেহে যুবকের সাথে বচসা বাঁধত। প্রায় দিনই চিত্‍কার চেঁচামেচির শব্দ শোনা যেত।

Post a Comment

নবীনতর পূর্বতন