Top News

স্কুল ভর্তির নিয়মে আসছে বিরাট পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য শিক্ষা দফতর

রাজ্য শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন নিয়ম। এবার স্কুলগুলিতে ভর্তির নতুন নিয়মাবলি প্রকাশ করল রাজ্য শিক্ষা দফতর। এই নতুন নিয়ম অনুসারে, কোন শ্রেণীতে ভর্তির জন্য কত বয়স হতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। শিক্ষার অধিকার আইন (২০০৯) অনুযায়ী ছয় থেকে ১৪ বছর বয়সি পড়ুয়ারা নিকটবর্তী প্রাক প্রাথমিক বা প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারবে। 

এই পর্যায় ভর্তির জন্য কোনও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না পড়ুয়াদের অভিভাবকদের। তবে অন্যান্য শ্রেণীতে ভর্তির জন্য বয়সসীমা কতটা তাও রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। দেখে নেওয়া যাক স্কুলে ভর্তির ক্ষেত্রে বয়সের হিসাব।

স্কুলে ভর্তির বয়েসের হিসেব

• রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালের পয়েলা জানুয়ারি থেকে প্রাকপ্রাথমিকে ভর্তি হওয়ার জন্য তাঁদের বয়স হতে হবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হতে হবে।

• প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে ৬ থেকে ৭ বছর।

• দ্বিতীয় শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে সাত থেকে আট বছর।

• তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে আট থেকে ন'বছর।

• চতুর্থ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে ৯ থেকে ১০ বছর।

• পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে ১০ থেকে ১১ বছর।

• ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বয়স হবে ১১ থেকে ১২ বছর।

• ১২ থেকে ১৩ বছর বয়স হতে হবে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য।

• অষ্টম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ১৩ থেকে ১৪ বছর।

Post a Comment

নবীনতর পূর্বতন