Top News

মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে চাকরি, কাঠগড়ায় কমিশনের পশ্চিমাঞ্চলের সভাপতি

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে মুখ পুড়েছে স্কুল সার্ভিস কমিশনের। দুর্নীতির দায়ে কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য। তবে শুধু দফতরের কর্তারাই নন, ছোট মাথারাও কিন্তু চাকরি চুরিতে পিছিয়ে নেই।

এমনই তথ্য উঠে এল এসএসসি-র স্বীকারোক্তিতে। স্কুল শিক্ষা দফতরের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন নাকি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি দিয়েছিলেন স্ত্রীকে। আদালতে এমনই স্বীকারোক্তি কমিশনের।

২০১৯ সালে চাকরিতে যোগ দেন সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন। অথচ যে প্যানেলে তাঁর নাম ছিল, সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০১৫ সালেই। আদালতে সে কথা কবুল করেছে এসএসসি। এপ্রসঙ্গে এসএসসি-র চেয়াম্যান চিত্তরঞ্জন মণ্ডলের বক্তব্য, 'মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কাউকে চাকরি দেওয়া হয়ে থাকলে সেটা অন্যায়। আর যিনি একাজ করেছেন তিনি দায়ী। এটা তো বাড়ি থেকে ডেকে এনে চাকরি দেওয়ার মতো ব্যাপার।'

এদিকে, জাসমিনার বক্তব্য, ২০১৯ সালে চাকরিতে যোগদান করেছি। কী ভাবে চাকরি পেয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করব না।

Post a Comment

নবীনতর পূর্বতন