বিদ্রোহী কবি কাজী নজরু ইসলামের কারার ওই লৌহ কপাট-এ নতুন করে সুর দিয়েছেন সুরকার এ আর রহমান। তারপর থেকেই উঠেছে বিতর্ক। তীব্র প্রতিবাদ এসেছে কাজী নজরুল ইসলামের পরিবারের তরফ থেকে।এবার মুখ খুললেন নাতি কাজী অরিন্দম।
দাদুর এমন কালজয়ী গান নিয়ে কাটাছেঁড়া মোটেই পছন্দ হয়নি সঙ্গীতশিল্পীর। সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, 'এই কালজয়ী বিদ্রোহী গান বিকৃত করা মানেই আগুন নিয়ে খেলা। রহমান কাউকে কিছু না জানিয়ে নিজেই সুর বদলে দিলেন!' অরিন্দম এও জানিয়েছেন যে, তাঁর মা কল্যাণী কাজী যখন বেঁচে ছিলেন, তখন তাঁর কাছে রহমানের তরফে চিঠি এসেছিল অনুমতি নেওয়ার জন্য। সেই চিঠি তিনি খুঁজে দেখবেন যে সেখানে সুর পরিবর্তনের কোনও উল্লেখ রয়েছে কিনা!প্রসঙ্গত, চলতি বছর মেয়ে মাসেই কল্যাণী কাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পদ্মাপারেও রহমানের রিমেক বিতর্ক সমালোচনার প্রসঙ্গ হয়ে উঠেছে। দুই বাংলাতেই নিন্দার ঝড়। বাংলাদেশে থাকা নজরুল সাহেবের আরেক নাতনি খিলখিল কাজীও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওপার বাংলাতে আজও নজরুলগীতি নিয়ে কাজ হলে পরিবারের থেকে অনুমতি নেওয়া আবশ্যক। কীভাবে শিল্পী ওই গান গাইছেন, পুরোটাই নজরুল পরিবারের কড়া নজর থাকে।
দাদুর এমন কালজয়ী গান নিয়ে কাটাছেঁড়া মোটেই পছন্দ হয়নি সঙ্গীতশিল্পীর। সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, 'এই কালজয়ী বিদ্রোহী গান বিকৃত করা মানেই আগুন নিয়ে খেলা। রহমান কাউকে কিছু না জানিয়ে নিজেই সুর বদলে দিলেন!' অরিন্দম এও জানিয়েছেন যে, তাঁর মা কল্যাণী কাজী যখন বেঁচে ছিলেন, তখন তাঁর কাছে রহমানের তরফে চিঠি এসেছিল অনুমতি নেওয়ার জন্য। সেই চিঠি তিনি খুঁজে দেখবেন যে সেখানে সুর পরিবর্তনের কোনও উল্লেখ রয়েছে কিনা!প্রসঙ্গত, চলতি বছর মেয়ে মাসেই কল্যাণী কাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পদ্মাপারেও রহমানের রিমেক বিতর্ক সমালোচনার প্রসঙ্গ হয়ে উঠেছে। দুই বাংলাতেই নিন্দার ঝড়। বাংলাদেশে থাকা নজরুল সাহেবের আরেক নাতনি খিলখিল কাজীও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওপার বাংলাতে আজও নজরুলগীতি নিয়ে কাজ হলে পরিবারের থেকে অনুমতি নেওয়া আবশ্যক। কীভাবে শিল্পী ওই গান গাইছেন, পুরোটাই নজরুল পরিবারের কড়া নজর থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন