কলকাতা, ৩ নভেম্বর : প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। গৌতম হালদার পরিচালিত ছবি ভাল থেকো-তে অভিনয় করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন, তাঁর সেই ছবি জাতীয় পুরস্কারও জিতেছিল।
রাখি গুলজারকে নিয়ে ২০১৯ সালে নির্বাণ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। রক্তকরবীর শতবর্ষে নাটকটি ফের মঞ্চে উপস্থাপিত করেন গৌতম হালদার। শম্ভু মিত্রের শেষ মঞ্চ উপস্থাপনা ‘দিনান্তের প্রণাম’-এও অংশ নেন গৌতম হালদার।
কাছের মানুষ বলে একটি নাটকের নির্দেশনাও দেন গৌতম হালদার। হীরু গঙ্গোপাধ্যায়, আমজাদ আলি খানকে নিয়ে তথ্যচিত্রও পরিচালনা করেছেন তিনি।
এই তিলোত্তমা কলকাতাতেই শুরু হয়েছিল বিদ্যার অভিনয় জীবনের পথচলা। তাঁকে নিজের ছবিতে অভিনয়ের সুযোগ দেন পরিচালক, নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার। আজ আর তিনি নেই। এই খবরটা পৌঁছে গিয়েছে বিদ্যা বালানের কাছেও। খবর পাওয়া মাত্রই কলকাতায় আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। গৌতম হালদারের শেষকৃত্যে উপস্থিত থাকার কথা বিদ্যার।
একটি মন্তব্য পোস্ট করুন