Top News

বারাসাতে নিজের বাড়ি থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত দেহ, অভিযুক্ত ২ জন

বারাসাতে নিজের বাড়িতে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে । পুলিস সূত্রে খবর, মৃতার নাম শর্মিষ্ঠা মুন্সী, বয়স ৬৪। ঘটনাটি ঘটেছে, গতকাল অর্থাৎ সোমবার রাতে বারাসতের নওপাড়া এলাকায়। দরজা ভেঙে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল লুট করতে এসেই বাধাপ্রাপ্ত হয়ে দুষ্কৃতীরা ওই বৃদ্ধাকে খুন করেছে। তদন্তে নেমে পুলিস অল্প সময়েই বেশ খানিকটা সত্যের হদিশ পেয়েছে। খুনে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। ধৃতদের নাম রাজু চক্রবর্তী ও রথীন পোদ্দার। তারা নওপাড়ারই বাসিন্দা। মূলত লুন্ঠনের উদ্দেশ্যেই তারা সেই বাড়িতে ঢুকেছিলেন বলে মনে করছে পুলিস। মৃতা শর্মিষ্ঠা দেবী সেই বাড়িতে একাই থাকতেন। সেই কারণেই ওই বাড়িটিকে বেছে নিয়েছিল অভিযুক্ত লুন্ঠনকারীরা। পুলিস অনুমান করছে বৃদ্ধা ধৃতদের বাধা দেওয়ার কারণেই  তারা এলাকারই বাসিন্দা হওয়ায় সহজে চিনে ফেলেন। আর সেই কারণেই প্রমাণ লোপাট করতে বৃদ্ধাকে নৃশংস ভাবে খুন করে অভিযুক্তরা।

Post a Comment

নবীনতর পূর্বতন