Top News

দক্ষিণ দমদমের এক কলেজ ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু, ফের আতঙ্কিত কলকাতাবাসী

দক্ষিণ দমদম অঞ্চলের  বাসিন্দা ২০ বছর বয়সী এক তরুণী ডেঙ্গুতে আক্রান্ত হন। শনিবার গভীর রাতে  আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, মৃতার নাম সমাপ্তি মালিক। তরুনীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার পরিজনরা শোকাহত। প্রায় তিনদিন জ্বরের পর তাঁর বুকে ব্যথা শুরু হয়, এক বেসরকারি হাসপাতালে একটি ইঞ্জেকশন দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফের শ্বাসকষ্ট শুরু হওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটে, আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
দক্ষিণ দমদমের পুরসভার প্রায় ৫ জন ডেঙ্গুতে আক্রান্তদের মৃত্যু ঘটেছে। পুরসভা সূত্রে খবর, জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এই এলাকায় প্রায় ৯২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন । তবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আক্রান্তদের সংখ্যা কমেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে সাধারণ মানুষ জনকে অনুরোধ জানানো হয়েছে জ্বর হলে প্রথমেই রক্ত পরীক্ষা করানোর জন্য। 



Post a Comment

নবীনতর পূর্বতন